পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ার ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ইলেক্ট্রিক্যাল মেশিন ল্যাবে আরও দুইটি অত্যাধুনিক মডিউল সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে পারবে। ১৬ আগস্ট ২০২৫ সকাল ১০:০০ টায় বিভাগের মেশিন ল্যাবে মেশিন দুইটির কমিশনিং এবং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ এবং কমিশনিং কার্যক্রম পরিদর্শন করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ—ই—ফজলুল, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান এর সার্বিক তত্ত্বাবধানে বিভাগের সকল শিক্ষকের অংশগ্রহণে প্রশিক্ষণ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।
মেশিন ল্যাবের প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করেন গ্লোবাল টেকনোলজি সলিউশনের ম্যানেজিং ডিরেক্টর তানভির আহম্মেদ সিদ্দিকী ও প্রশিক্ষক আমির হামজা। এ ছাড়া একাডেমিক এক্সপার্ট হিসেবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রফেসর ড. আবু সাদাত মোঃ সায়েম ও সহকারী অধ্যাপক মোঃ রুহুল আমিন রাতুল উপস্থিত ছিলেন।